০১ নরক থেকে আনা সুত্র
ধুর্ত কিমিয়াবিদ ভাড়াটে সৈনিককে নিয়ে মহাভুমির দিকে যাত্রা করেছে। সেখানে লোকচক্ষুর আড়ালে যারা নিত্য নতুন জ্ঞানের আরাধনা করেন, তাদের থেকে এক ভয়ঙ্কর সুত্র চুরি করল সে। এসবের মাঝে পড়ে ভাড়াটে সৈনিক কিভাবে নান-তাইকে সঙ্গী করে সেই সুত্র উদ্ধার করল, তাই নিয়ে এই পর্ব।
25th April, 2023 5:56 PM
Comments
No Comments!